সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ভালবাসার এস এম এস-রোমান্টিক এস এম এস

Bangla romantic Love Sms, Unlimited Love Sms

01. চেহারায় ময়লা রেখে আয়না পরিস্কার করে কি হবে, নিজে বদলাও জীবন নয়! তবেই পুরো দুনিয়া বদলে যাবে।

02.কেউ আমার জন্য অপেক্ষা না করলেও,মসজিদে রাখা সেই খাটটি ঠিকই অপেক্ষা করছে!

03.আমার মারণাস্ত্র, তোমার হাসি, নিশ্চিত মৃত্যু জেনেও, তোমায় ভালোবাসি!

04.জানি কিছু ভাস্বর চিরকাল উজ্জ্বল থাকে, চির অমলিন- তুমি চলে গেলে তবু থাকবে আমার তুমি, চিরায়ত তুমি! অনুপস্থিতি হবে আমার একলা ঘর,আমার বসতি! ফিরে যাবো সংগোপনে,জানবে না,চিনবে না কেউ; উঠানে জন্মাবো কিছু হাহাকার,অনিদ্রার গান- আর লোকে দেখে ভাববে - বিরহ বাগান,ঐ উঠোনে তো বেশ মানিয়েছে!

Facebook Romantic Love Status, Best 100+ Romantic Love Sms Status

05.ভালোবাসা কখনো অসহায় হয় না, বরং যারা নিজেদের অসহায় অনুভব করে, তারাই ভালোবাসার কাছে আশ্রয় খুঁজে।

06.তোমার ঠোঁটে থাকুক প্রেমের ছোঁয়া চোখে থাকুক হাসি, এক পৃথিবীর মানুষ জানুক কেউ একজন আছে তোমার কাছাকাছি!



07.প্রিয় আমার মনের রং শুধু তোমাকে ভালোবাসি প্রিয় তোমার ভালো বাসা আমি প্রিয় আমার ভালোবাসা তুমি প্রিয়!

08.মানুষটা ভালো থাকার জন্য হয়ত নিখোজ হয়ে যায়,তাতে কোন দুঃখ নাই, কারণ আমিও চাই সে ভালো থাকুক, কিন্ত দুঃখ একটাই তার রেখে যাওয়া স্মৃতিগুলো আমাদের ভালো থাকতে দেয় না। তাকে ভালো দেখতে চেয়ে নিজেকে নিঃশেষ করে দিতে হয়!

ভালবাসার এস এম এস-রোমান্টিক এস এম এস

09.যারা মানুষ থেকে ছিনিয়ে খায় তাদের কখনো পেট ভরে না!!! যারা মানুষ কে বিলিয়ে দেয় তারা কখনো উপোষ থাকেনা।

10.না হয়,অনেকে বলে - এক গেলে অন্য আর এক আসে; অন্যের মধ্যে কি সেই পরানের এক পাওয়া যায়...? তাই না স্বচ্ছল দেশ, অথচ কী বিরান সড়ক! মানুষ বোঝেনা বইলা পুন্নিমার চাঁন এতো হাসে

11.তাকে ভালোবেসে কাছে টেনে নিয়ে ছিলাম সে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছে তাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলাম তাই সে আমাকে অবহেলায় হারিয়ে ফেলেছে ভুল করে তাকে ভালবেসে ফেলেছিলাম তাই হয়তো আজ তার কাছ থেকে অবহেলা পাচ্ছি একদিন তুমিও আমাকে মন থেকে ভালবাসবে কিন্তু সেদিন অনেক দেরি হয়ে যাবে..

12.প্রেম না হলেও কিছু কথা হোক। হাতে হাত না রাখলেও কিছুটা পথ পাশা পাশি  হাঁটা হোক। তোমাকে না পাওয়া হলেও কিছু সময় তোমার সাথে কাটানো হোক। তুমি সুখে থেকো এটাই শেষ চাওয়া হোক।

Bamgla Love SMS, Bengali Love SMs, New Love sms, Romanic Love Sms

13.সম্পর্কে মানিয়ে নিতে না পারলে, তুমি সম্পর্ক ভেঙে দিতেও দ্বিধাবোধ করো না'' আর আমি সর্বোচ্চ শক্তি দিয়ে সে সম্পর্ক টিকিয়ে রাখতে চেষ্টা করি... We are not same

14.অরণ্যের আড়ালে বুঁনো গন্ধ নিয়ে কূয়াশার চাদরে ঢেকে যাবে সকল অভিযোগ! কেউ জানবেনা সেদিন কি ভীষণ ক্ষরতাপে মৃত্যু এগিয়ে এসেছিল সন্নিকটে!

15.যুদ্ধ মানে নিজের বিরুদ্ধে নিজের খেলা যুদ্ধ মানে নিজের প্রতি নিজের অবহেলা!

16.ভুল জায়গায় সেক্রিফাইজ আর, ভুল মানুষের সাথে কম্পোমাইজ! আপনাকে না দিবে সুখ, না দিবে সফলতা!!

17.এখনি শেষ নয়! শেষ বলে কিছু নেই, ইতিহাস নেই! বিবস্ত্র নারী দেহ কেবল সঙ্গমের জন্য নয়! পৃথিবী ধ্বংসের সূচনালগ্ন বটে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমাকেও কেউ ভালো না বেসে পারে?

 বিস্ময়ে আমি প্রায়ই ছেলেটাকে জিজ্ঞেস করতাম, 'তোমাকেও কেউ ভালো না বেসে পারে?!'  সে হাসতো। ছেলেটা নিয়ম করে তার হৃদয়ভাঙ্গার গল্প শোনাতো আমায়।কী সুনিপুণ ভাবে জনৈক ভদ্রমহিলা তার প্রেমিক হৃদয়টিকে ভেঙ্গে চুরমার করে দিয়েছিলো।আমি তার সব কথাই ভারী মনোযোগ দিয়ে শুনতাম, খুব ভালোবাসতাম তো.. তাই বোধহয়। তার পুরনো দুঃখ, নতুন ব্যর্থতা,  সমসাময়িক দোটানা এবং হঠাৎ হঠাৎ মাথাচাড়া দিয়ে ওঠা পাগলামি, প্রতিটা কথাই আমায় বাধ্য করতো নতুন করে তার প্রেমে পড়তে।  তবুও, সে ঘুরিয়ে-ফিরিয়ে আমায় একটি নারীর কথা বলতো।একটি নারী, যে নারী আমি নই, যে নারীকে সে বরং ভালোবেসেছে, ভালোবেসে নিঃস্ব হয়ে গেছে, যে নারীকে নিয়ে সে জীবন কাটাতে চেয়েছিলো৷ এমন একটি নারী, যে আমি নই, যে কখনো আমি হবো না।  আমি সব শুনতাম, কখনো অন্যমনস্ক হয়ে, কখনো খুব বিরক্ত হয়ে, কখনোবা ভীষণ কান্না চেপে রেখে।  সে বলতো, আমি খুব সাবধানে চোখের জল মুছতাম, যাতে সে না বোঝে, যাতে সে না জানে।  আর ভাবতাম, এমন পুরুষকে যে নারী ভালোবাসতে পারেনি, সে কি এই ধুলোভরা মর্ত্যের কেউ, নাকি দেবী?  তাকে আমি পাইনি, নতুন করে তা বলার অপেক্ষা বোধ করি রাখে...

কি করে বুঝবেন আপনি কেউ’কে ভালোবাসেন !

 কি করে বুঝবেন আপনি কেউ’কে ভালোবাসেন ! ভালোবাসা একটি দুরন্ত ঘোড়া । কখন ঘোড়াটি চলতে শুরু, বোঝা যায় না । কোথায় যাচ্ছে, তাও বোঝা যায় না । তারপরেও মানুষ ভালোবাসার ফাঁদে পড়ে । একটু বেশি করে বললে মানুষ পড়তে চায় । ভালোবাসার শুরু পরিবারের বন্ধন থেকে । বড় হতে হতেই এটি পাওয়ার জন্যে মন মস্তিষ্ক উম্মুক্ত হয়ে থাকে । চাইলেই এটি চাওয়া থেকে যেমন আমরা বের হতে পারি না, তেমনি এটির ফাঁদে পড়ে বেরিয়ে যেতে একই মন আবার ছুটতে থাকে বিপরীত মুখে । এতো কিছুর পরেও মানুষ ভালোবাসতে চায়, ভালোবাসা পেতে চায় । কিন্তু কি করে বুঝবেন, আপনি সত্যিই কেউকে ভালোবাসেন ! একেকজনের পরিস্থিতির ধরন একেক রকম হলেও আপাত ভাবে কিছু কমন বৈশিষ্ট্য থাকে, যা দেখে বুঝতে পারবেন আপনি ভালোবাসার জালে পড়ে গেছেন নাকি ভালবাসা আপনাকে জালে ফেলেছে !  এক. ভালোবাসার কোনো কারণ নেই, ভালোবাসার কোনো কারণ থাকতে নেই । ভালোবাসার কারণ খুঁজতে নেই । ভালোবাসেন, এটাই প্রধান এবং একমাত্র কারণ । কেন ভালোবাসেন, কারণ জেনে গেলে গেলে ওটা ভালোবাসা নয় । কারণ জেনে গেলে - হয় মানুষটিকে পছন্দ করেন অথবা মানুষটির সাথে সময়টি সাময়িক ভোগ করেন !  দুই. ভালোবাসার মানুষের চোখ...

বন্ধুত্ব থেকে ভালোবাসা পার্ট ২

  গল্পঃ বন্ধুত্ব থেকে ভালোবাসা পার্ট ২ বন্ধুত্ব থেকে ভালোবাসা পার্ট-1 নিধিঃ ওই ছি ছি। এইটা কই আনলি, কেমন বাড়ি আমিঃ ওই মেডাম এইটা আপনার বাবার মতো এসি লাগানো বাড়ি না বুঝলেন এই খানে শুয়ে শুয়ে নিশ্চিন্তে চাঁদ দেখা যায়। দাঁরা আনছি। নিধিঃ ওই কি আনবি নাম বল। আমিঃ আগে আনি তারপর দেখিস। ও দাদু কই গেলা্… দাদুঃ কে রে ডাকে? আমিঃ দাদু আমি তন্নয়। দাদুঃ ওহহ কতদিন পর আসলি ভিতরে যা। আমিঃ যামুনা ১০০ টাকার ফাটাফাটি কয়টা নিয়া আসো তারাতারি। দাদুঃ হুম এই নে ধর। আমিঃ ধরো এই নাও টাকা। দাদাঃ এইটা কে রে আগে তো দেখি নাই। আমিঃ এইটা পরী। উঁরে যাওয়ার সময় আমারে দেইখা নেমে আসছে, আর আমি তোমার জিনিস খাওয়াইতে নিয়া আসছি হি হি। দাদুঃ এইখানে কেন নিয়ে আসছস, রাতে যায়গাটা ভালো না তুই তো জানিস। আমিঃ দুর তুমি টেনসন কইরো না আমি তো আছি নাকি। দাদুঃ আচ্ছা ভালো করে থাকিস। আমিঃ হুম হুম গেলাম। দাদুঃ কোন সমস্যা হলে আমার এই খানে আসিস। নিধিরে নিয়া চলে আসলাম নদীর ধারে বসে পড়লাম। আমিঃ নিধি বেগম এইবার চোখ বন্ধ করেন। নিধিঃ কেন? আমিঃ আরে করো না প্লিজ। নিধিঃ আচ্ছা। আমিঃ চোখ খুলেন এইবার। নিধিঃ ঐ কি এগুলা? আমিঃ সন্দেশ আমার অনেক ভালো লাগে,...