সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Facebook Romantic Love Status, Best 100+ Romantic Love Sms Status

 স্ট্যাটাসের ফুলঝুড়ি দিয়ে সাজানো এই ব্লগটি,, এতে ফেসবুক স্ট্যাটাস সহ আরও পাবেন রোমান্টিক প্রেমের মেসেজ,,মিষ্টি এসএমএস এবং রোমান্টিক স্ট্যাটাস এসএমএস।



Facebook Status,Best FB Status, Facebook Romantice Status

Prem Mane Hridoyer Tan, Prem Mane Ekto Oviman, 2Ti Pakhir 1Ti Nir, !ti Nodir 2Ti Tir, 2Ti Moner 1Ti Asha, Tar Name Valobasa.

প্রেম মানে হৃদয়ের টান, প্রেম মানে একটু অভিমান , ২টি পাখির ১টি নীর, ১টি নদীর ২টি তির , ২টি মনের ১টি আশা তার নাম ভালবাসা।

Bangla Facebook Status. Best Romantic Status In Bangla.

Hariye jete iche kore onek dore- Jekhane royese tomar valobashar shokher nir,
Ar shei nire ami katiye dite chai shoto jonom, Ami Kolponar shagore vese chole jabo tomar Hridoy shoikote, tomi ki dibena dora amay?

হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে যেখানে রয়েছে তোমার ভালোবাসার সূখের নীড়,আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম ।আমি কল্পনার সাগরে ভেসে চলে যাব, যাব তোমার হৃদয় সৈকতে, তুমি দিবেনা ধরা ?

Bengali Facebook Status Bangla Romaantic Status.

যদি শিকল ছেঁড়ার গান গাইতে পারো যদি প্রতিকূলে খেয়া তুমি বাইতে পারো! যদি স্রোতের মতো হতে পারো গতিময় কে আছে বলো তবে রুখবে তোমায়?

Jodi shikol serar gan gaite paro-jodi proti kole kheya tomi baite paro,jodi sroter moto hote paro gotimoy-ke ase bolo tobe rukhbe tomay?

রোমান্টিক ছোট স্ট্যাটাস নতুন সেরা এসএমএস পোস্ট লেখার ছবি কবিতা.

Moner joto asha akangkha ekmatro allahr kase bolon,allah apnar moner asha akangkha puron kore dibe.

মনের যত আশা আকাঙ্ক্ষা একমাত্র আল্লাহ তাআলার কাছে বলুন, আল্লাহ তায়ালা আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবে.

Romantic choto status post ukti quotes sms messages kobita kotha.

জীবনকে কেন্দ্র করে গল্প লেখা যায়..কিন্তু গল্পকে কেন্দ্র করে জীবন লেখা যায়না..!

Jibon ke kendro kore golpo lekha jay but golpo ke kendro kore jibon sajano jayna.

"টাকা"খুব ছোট একটা শব্দ,অথচ এই ছোট শব্দটার প্রভাব, এতটাই বেশি যে,অভাব হলে দেখা যায়, হাহাকার আর বেশি হলে,  বেড়ে যায় অতিরিক্ত অহংকার,, তার নামই হলো টাকা.

"Taka" khob soto 1ta word,othocho ei coto Word tar provab etotai beshi je- ovab hole dekha jay hahakar.. ar beshi hole bere jay otirikto ohongkar.

শেষ বেলা যখন বলেই দিলে তুমি মুক্ত হতে চাও তখন তোমার চোখের কোনো কোণে আমার জন্য এতটুকু মায়া দেখিনি দেখেছি কেবল অবহেলা আর অপমান যা আমার প্রাপ্তির কথাই ছিল না তুমি যেন খুব করে চাইছো আমার ভালোবাসার বন্ধন হতে নিজেকে ছাড়িয়ে নিতে যে বন্ধনে আমি তোমায় একটু একটুকরে জড়িয়ে নিয়েছিলাম।


বিশ্বাস আর ভালোবাসা যেখানে মাটিতে আছড়ে পড়ে লুটোপুটি খায় সেখানে মিছে মায়ায় জড়িয়ে থাকা নিছকই হাস্যকর। আমার ভালোবাসার জন্য আমি নিজেই যথেষ্ট সেখানে তোমার কোনো প্রয়োজন নেই কমলা ! তুমি বরং ঘুরে এসো আমার  মনে গহীনে

Facebook Bangla Status About Life.

 1.তুমি হয়তো আমার পাশে নেই,কাছে নেই,,কিন্তু অন্তরে তো তুমি সবসময় আছো..!তুমি আমার নাইই বা হলে,কিন্তু আমার কাছে তুমি তো শুধুই আমার..!

2.বিশ্বাস করো তোমাকে ভালো না বাসলে আমি জানতামই না, যে কাউকে এতোটাও ভালোবাসা যায়!

3.দৃষ্টিতে আকাশ দেখি, হৃদয়ে দেখি তোমায়! অভিমান গুলো আড়াল করে-বাঁচতে শিখি মায়ায়!

4.মানুষ হতে হলে কোন কিছু অর্জন করতে হবে তা নয়। বরং বর্জন করতে হবে - কাম, ক্রোধ, লোভ, অহংকার, মোহ, ঈর্ষা।

5.তাকে কখনও বলা হয়নি যে ভালোবাসি হয়তো বলাও হবে না, যাইহোক গল্পটা এমনই ভালো.!

6.যার উপর অধিকার নেই তাকে অধিকার দেখানো একধরনের পাগলামি ছাড়া আর কিছু নয়।আর আমি বোকার মতো সেই পাগলামি করি।

7.মানুষ আসলে দুঃখ পুষতে ভালোবাসে- প্রিয় গয়নার মত আলমারি তে সাজিয়ে রেখে, প্রিয় গানের মত ছাদের কোণে গুনগুনিয়ে দুঃখ যাপন করে! দুঃখ যেনো প্রথম পাওয়া গোলাপ,তাই খাতার ভাজে চ্যাপ্টা সযতনে; দুঃখ যেনো প্রথম প্রেমের মত,চুপিচুপি হৃদয়ে লালন আজীবন; মানুষ আসলে কিছু দুঃখ পুষতে ভালোবাসে...





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমাকেও কেউ ভালো না বেসে পারে?

 বিস্ময়ে আমি প্রায়ই ছেলেটাকে জিজ্ঞেস করতাম, 'তোমাকেও কেউ ভালো না বেসে পারে?!'  সে হাসতো। ছেলেটা নিয়ম করে তার হৃদয়ভাঙ্গার গল্প শোনাতো আমায়।কী সুনিপুণ ভাবে জনৈক ভদ্রমহিলা তার প্রেমিক হৃদয়টিকে ভেঙ্গে চুরমার করে দিয়েছিলো।আমি তার সব কথাই ভারী মনোযোগ দিয়ে শুনতাম, খুব ভালোবাসতাম তো.. তাই বোধহয়। তার পুরনো দুঃখ, নতুন ব্যর্থতা,  সমসাময়িক দোটানা এবং হঠাৎ হঠাৎ মাথাচাড়া দিয়ে ওঠা পাগলামি, প্রতিটা কথাই আমায় বাধ্য করতো নতুন করে তার প্রেমে পড়তে।  তবুও, সে ঘুরিয়ে-ফিরিয়ে আমায় একটি নারীর কথা বলতো।একটি নারী, যে নারী আমি নই, যে নারীকে সে বরং ভালোবেসেছে, ভালোবেসে নিঃস্ব হয়ে গেছে, যে নারীকে নিয়ে সে জীবন কাটাতে চেয়েছিলো৷ এমন একটি নারী, যে আমি নই, যে কখনো আমি হবো না।  আমি সব শুনতাম, কখনো অন্যমনস্ক হয়ে, কখনো খুব বিরক্ত হয়ে, কখনোবা ভীষণ কান্না চেপে রেখে।  সে বলতো, আমি খুব সাবধানে চোখের জল মুছতাম, যাতে সে না বোঝে, যাতে সে না জানে।  আর ভাবতাম, এমন পুরুষকে যে নারী ভালোবাসতে পারেনি, সে কি এই ধুলোভরা মর্ত্যের কেউ, নাকি দেবী?  তাকে আমি পাইনি, নতুন করে তা বলার অপেক্ষা বোধ করি রাখে...

কি করে বুঝবেন আপনি কেউ’কে ভালোবাসেন !

 কি করে বুঝবেন আপনি কেউ’কে ভালোবাসেন ! ভালোবাসা একটি দুরন্ত ঘোড়া । কখন ঘোড়াটি চলতে শুরু, বোঝা যায় না । কোথায় যাচ্ছে, তাও বোঝা যায় না । তারপরেও মানুষ ভালোবাসার ফাঁদে পড়ে । একটু বেশি করে বললে মানুষ পড়তে চায় । ভালোবাসার শুরু পরিবারের বন্ধন থেকে । বড় হতে হতেই এটি পাওয়ার জন্যে মন মস্তিষ্ক উম্মুক্ত হয়ে থাকে । চাইলেই এটি চাওয়া থেকে যেমন আমরা বের হতে পারি না, তেমনি এটির ফাঁদে পড়ে বেরিয়ে যেতে একই মন আবার ছুটতে থাকে বিপরীত মুখে । এতো কিছুর পরেও মানুষ ভালোবাসতে চায়, ভালোবাসা পেতে চায় । কিন্তু কি করে বুঝবেন, আপনি সত্যিই কেউকে ভালোবাসেন ! একেকজনের পরিস্থিতির ধরন একেক রকম হলেও আপাত ভাবে কিছু কমন বৈশিষ্ট্য থাকে, যা দেখে বুঝতে পারবেন আপনি ভালোবাসার জালে পড়ে গেছেন নাকি ভালবাসা আপনাকে জালে ফেলেছে !  এক. ভালোবাসার কোনো কারণ নেই, ভালোবাসার কোনো কারণ থাকতে নেই । ভালোবাসার কারণ খুঁজতে নেই । ভালোবাসেন, এটাই প্রধান এবং একমাত্র কারণ । কেন ভালোবাসেন, কারণ জেনে গেলে গেলে ওটা ভালোবাসা নয় । কারণ জেনে গেলে - হয় মানুষটিকে পছন্দ করেন অথবা মানুষটির সাথে সময়টি সাময়িক ভোগ করেন !  দুই. ভালোবাসার মানুষের চোখ...

বন্ধুত্ব থেকে ভালোবাসা পার্ট ২

  গল্পঃ বন্ধুত্ব থেকে ভালোবাসা পার্ট ২ বন্ধুত্ব থেকে ভালোবাসা পার্ট-1 নিধিঃ ওই ছি ছি। এইটা কই আনলি, কেমন বাড়ি আমিঃ ওই মেডাম এইটা আপনার বাবার মতো এসি লাগানো বাড়ি না বুঝলেন এই খানে শুয়ে শুয়ে নিশ্চিন্তে চাঁদ দেখা যায়। দাঁরা আনছি। নিধিঃ ওই কি আনবি নাম বল। আমিঃ আগে আনি তারপর দেখিস। ও দাদু কই গেলা্… দাদুঃ কে রে ডাকে? আমিঃ দাদু আমি তন্নয়। দাদুঃ ওহহ কতদিন পর আসলি ভিতরে যা। আমিঃ যামুনা ১০০ টাকার ফাটাফাটি কয়টা নিয়া আসো তারাতারি। দাদুঃ হুম এই নে ধর। আমিঃ ধরো এই নাও টাকা। দাদাঃ এইটা কে রে আগে তো দেখি নাই। আমিঃ এইটা পরী। উঁরে যাওয়ার সময় আমারে দেইখা নেমে আসছে, আর আমি তোমার জিনিস খাওয়াইতে নিয়া আসছি হি হি। দাদুঃ এইখানে কেন নিয়ে আসছস, রাতে যায়গাটা ভালো না তুই তো জানিস। আমিঃ দুর তুমি টেনসন কইরো না আমি তো আছি নাকি। দাদুঃ আচ্ছা ভালো করে থাকিস। আমিঃ হুম হুম গেলাম। দাদুঃ কোন সমস্যা হলে আমার এই খানে আসিস। নিধিরে নিয়া চলে আসলাম নদীর ধারে বসে পড়লাম। আমিঃ নিধি বেগম এইবার চোখ বন্ধ করেন। নিধিঃ কেন? আমিঃ আরে করো না প্লিজ। নিধিঃ আচ্ছা। আমিঃ চোখ খুলেন এইবার। নিধিঃ ঐ কি এগুলা? আমিঃ সন্দেশ আমার অনেক ভালো লাগে,...