01.অনেক প্রতিক্ষার পর বৃষ্টির দেখা পেলাম! ঠিক যেমন টা তোমার জন্য অপেক্ষা করে পেতে হতো! আজ অনেক টা সময় পেরিয়ে গেলো তবুও তোমার দেখা মিলে না! বৃষ্টি তো তাও এলো, কিন্তু তুমি? শত অপেক্ষার অবসান ঘটিয়ে বৃষ্টি তার দেখা দিলো! একই শহরে থেকেও তোমার দেখা মিললো না! বৃষ্টি তার কথা রেখেছে,
02.আমি তার যে আমার, কিন্তু আমি যে কার কে যে আমার তাইতো এখনো জানতে পারলাম না।
03.মানুষটা একটু বেশি বেশি সন্দেহ করে? যদি এটাকে খারাপ দিক মনে হয়, ভেবে নিন- পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না। মানুষটার গায়ের রং একটু কালো? ভেবে নিন- পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না। মানুষটার হাইট একটু কম? কিংবা একটু মোটা? ভেবে নিন- পৃথিবীতে কোনো মানুষই পুরোপুর!
05.ভালোবাসার মানুষটা পারফেক্ট না হলেও পারফেক্ট করে নিতে হয় কিংবা পারফেক্ট ভেবে নিতে হয়। মেনে নিতে হয়- পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না। তবু যদি এই সহজ সত্যটা মেনে নিতে না পারেন, তবে নিজেকে প্রশ্ন করে দেখুন- আপনি কি পুরোপুরি পারফেক্ট? আশা করি উত্তর পেয়ে যাবেন।
06.তুমি নিঃশ্বাস নিচ্ছো, অথচ তাঁকে স্মরণ করছো না! তবুও তিনি তোমাকে বাঁচিয়ে রেখেছেন বিষ্টি !
07.প্রেম হওয়া সহজ, ভালবাসা সহজ নয়! প্রেম আনন্দ দেয়, ভালবাসা দেয় বুক ছিড়ে যাওয়ার মত যন্ত্রণা! এ যন্ত্রণা না থাকলে ভালবাসার প্রাণ থাকে না। প্রেম মানে give and take! আর তাকে ছেড়ে থাকতে না পারা মানে ভালবাসা। পরিনতি পেয়ে ও কিছু প্রেম ব্যর্থ! অথচ ভালবাসার ব্যর্থতা নেই, তা সে পরিনতি পাক বা না পাক!
08.তুমি ভেঙে পড়েছো সেটা কাউকে বুঝতে দিওনা তাইলে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে...!
09.ভরসা করে যাকে আমি ভালোবাসতে চাই, যাকে মনের পুরোটা দিয়ে আগলে রাখতে চাই, দিন শেষে সে আমাকে বড্ড বেশি কাঁদায়, আর নাম মাত্র সম্পর্কে আমি নিজেকে জড়াই৷৷ যে চোখে আমি মধ্যমনি করে রাখতে চাই সে চোখে আমাকে সন্দেহ করতে বাধ্য করে, আমার কথার অবাধ্য হয়ে বুঝিয়ে দেয় তার কাছে আমার কথার মূল্য তেমন নেই। আমি তবুও বেহায়া হয়ে তাকে ভালোবাসতে থাকি, তার জন্য মনের ভেতরে অনেক স্বপ্ন দেখি, কিন্তু এক সমুদ্র ভালোবাসার পরও সে আমার ভালোবাসার মূল্য বুঝেনি৷
10.এই যে আমায় দেখে চোখ ফিরিয়ে নাও প্রতিনিয়ত শরৎ এর আকাশে যেনো ঘোর অন্ধকার নামিয়ে আনো, এই যে আমি ছুঁয়ে দিতে চাইলে ঘৃণার ডালি ছুড়ে দাও বসন্ত বাতাসে যেনো কালবৈশাখি ধূলি ঝড় তোলো! এই যে একটু পর পর আমায় ছেড়ে যাওয়ার হুমকি দাও যেনো অথৈ নীল সমুদ্রে ধূ ধূ মরুভুমি জাগিয়ে তোলো! এটা কি বোঝ না এতো উপেক্ষার পর যদি আমি একবার মুখ ফিরিয়ে নেই, তবে তোমার হৃদয় শূন্য করে মহাপ্রলয় বয়ে যাবে, কিন্তু তার ক্ষীণ ছোঁয়া ও লাগবে না আমার ভগ্ন হৃদয়ে। ভেবে দেখো তখন কি পারবে মেনে নিতে আমিহীনতা।
11.অনুভূতির খাতা টা হতে হবে পরিপূর্ণ ..তুমাকে শুধু আমার জন্যই থেকে যেতে হবে শেষ নিঃশ্বাস পর্যন্ত...
12.কাউকে ভালোবাসার মানে এই না, তার অন্যায় কেও মানতে হবে। বরং শাসন করতে হবে, বিশুদ্ধ দিতে হবে। কখনো ভালোবাসা টা পুরোপুরি প্রকাশ করতে নেই। থাকনা কিছুটা ভালোবাসা লুকোনই থাক!
13.তোমার ঠোঁটে থাকুক প্রেমের ছোঁয়া চোখে থাকুক হাসি, এক পৃথিবীর মানুষ জানুক কেউ একজন আছে তোমার কাছাকাছি!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন