ব্যার্থতায় জরাজীর্ণ, হতাশায় ক্লান্ত পথিক , অশান্ত মনে হেরে যাওয়ার আহাজারি ,ভেঙে খান খান হয়ে যাওয়া ভাংচুর হৃদয়ে অপদার্থের ট্যাগ লাগিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছো ... তাই তো
লাভ নাই ..! লাভ নাই
এই পরিস্থিতিতে দাঁড়ানোর জন্য দায়ী তুমি নিজেই , দায়বদ্ধতা তোমার নিজের , নিজেই নিজেকে ছোবল মেরেছো বিষাক্ত ভাবে , রন্ধ্রে রন্ধ্রে আজ কাঁপন ধরিয়ে তোমাকে রিভেঞ্জ হিসেবে ফিরিয়ে দিচ্ছে , তোমার সাথে তোমার নিজেকে করা অবহেলা গুলো , এটা তুমি মানলে ও সত্যি না মানলে ও সত্যি ..!!
আমি ডি মোটিভেট করতেছিনা তোমাকে , তবে তুমি নিজেকে না যতক্ষন নিজে মোটিভেট করতে পারতেছো তুমি নিজেকে কখনোই গুছিয়ে নিতে পারবে না ..!!
গত কাল কি করেছো ,তারফল আজ অথবা পরশু পাবে , যদি সেটা ভালো হয় ভালো খারাপ হলে খারাপ ..!! তবে তুমি চাইলে আজ ভালো কিছু করে কাল ভালো কিছুর প্রত্যাশা করতেই পারো ..!! প্রতিটি মানুষ নিজেকে পরিবর্তন করার স্পেসিফিক পাওয়ার নিয়ে জন্মায় , তুমি সেই পাওয়ার ইউজিলাইজ না করলে তুমি কখনোই নিজেকে এই মানসিক ডিপ্রেশন থেকে বের করতে পারবা না ..! একটাই ওয়ে একটাই রাস্তা , নিজেকে নতুন করে সৃষ্টি করা তৈরি করা ..!!
আমি ধরে নিলাম তোমার বয়স ১৯-২০ ওকে ফাইন ২০ বছর ধরে ভুল আর ভুল ই করেছো , কখনো ঠিক করোনি ...! বাট স্টিল নাও নিয়্যাত করো নিজেকে একটু একটু করে পরিবর্তন করার চেষ্টা করো ..!! দেখবা কাল থেকে সুন্দর কিছু হচ্ছে তোমার সাথে ..!!
স্টাডি করোনি সামনে এডমিশন ওকে যা হয়েছে হয়েছে এখন থেকে কোপ দাও দেখবা তোমার পরিবর্তন তোমাকে ঠকাবে না ..!! বাট স্টার্গল টা ইউনিক হতে হবে অবশ্যই ..!
জীবনের যত ক্ষেত্রে সমস্যা আছে , জীবনের প্যাটার্ন টা পরিবর্তন করো ,সব আপনা আপনি সুন্দর হয়ে যাইবো ..!! মানসিক ভাবে তিলে তিলে শেষ হবার থেকে বেটার নিজেকে নতুন করে শুরু করতে দেওয়া ..!

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন