গল্পঃ বন্ধুত্ব থেকে ভালোবাসা পার্ট ১
কলেজ এর বারান্দায় বসে বসে কোন বেয়াদব গান গাচ্ছে রে দারা তোর কলার আজ ছিড়ব।
আমিঃ ওই কোন হালায় কলার ধরছে রে, একবার ঘুরতে দে নাক ফাটাইয়া দিমু।… (হায় হায় কারে কী বইলা ফালাইছি আমাগো কলেজের প্রিন্সিপ্যাল এর মাইয়া নিধি। যেমন রাগি তেমন সুন্দর আবার তেমনি জেদি।)
নিধিঃ ওই কী কইতেছিলি?? আর একবার বল।
আমিঃ কই কিছু কই না তো। ( আমি ভয়ে চুপসে গেছি প্রিন্সিপ্যাল ও এই মেয়েরে ভয় পায় আমি তো আম জনতা।)
নিধিঃ তন্নয় তোর সাথে আমার কথা আছে।
আমিঃ হুম, চল কি কথা।
ও হ্যাঁ আমি আর নিধি একই সাথে পড়ি আর আগে থেকেই ভালো ফ্রেন্ড তবু কেমন ভয় লাগে।
নিধিকে বললাম এই তো জনমানব শূন্য স্থানে চলে আসছি এখন বল। কি বলবি?
নিধিঃ আচ্ছা তুই এমন আমাকে দেখে ভয় করিস কেন?
আমিঃ হায় হায় কী বলে মেয়ে। তোর জন্য ২০ টা ছাত্র এর কপালে এই কলেজ সুট করে নাই। আমার নামে যদি কমপ্লেইন করিস তাইলে আমি কই যামু? সেই ভয়ে। হিহি।
নিধিঃ ওই ফাজলেমি বাদ দে তো। এখন কই যাবি?
আমিঃ কোথাও না সোজা বাসায়।
নিধিঃ ও তাহলে নদীর পারে যাবি?
আমিঃ ওয়াও, আমার কোন কিছুতে মানা আছে নাকি যেখানে বলবি যখন বলবি চইলা যামু কিন্তু…
নিধিঃ আবার কিন্তু কী?
আমিঃ আমারে খাওয়াইতে হইবো। তা না হলে কিন্তু যাবো না।
নিধিঃ ওকে ওকে যা যা খাইতে পারবি সব খাওয়ামু
আমিঃ আচ্ছা। আজকে হঠাত তোর মন এমন কেন রে হুমমম?? বিএফ ছেকা দিছে বুঝি?
নিধিঃ ওই হারামি কোনদিন আমি কোন পোলারে পাত্তা দিছি হম্ম?
আমিঃ না দিস নাই ঠিক, কিন্তু আপনার এমন মন খারাপ থাকলে যে আকাশ ফেটে বৃষ্টি আসবে গো। একটু সুইট হাসি দেন।
নিধিঃ হিহিহিহি হইছে চল এখন।
মনে মনে ভাবছি মাইয়া গো মন বড়ই বিচিত্র আগে কেমন দাঙ্গাল ছিল আজ কতো কিউট।
আমিঃ দোস্ত একটা আইসক্রিম খামু টেকা দে।
নিধিঃ এই নে ধর।
আমিঃ ও মা গো ১০০০ টাকার নোট আমি আমার জন্মে মাত্র দুইটা দেখছি। তবু এইটা ২য় তম। না থাক খামু না।
নিধিঃ ওই যা বলছি, আর আমার জন্য ও একটা আনিস।
চলে গেলাম আইসক্রিম আনতে।
কিছুক্ষন পর…
আমিঃ এই যে দুধ আইসক্রিম নিয়ে আসছি এই নে ধর।
নিধিঃ তন্নয় আজকে অনেক দুরে কোথাও নিয়ে যাবি? যেখানে কোন মানুষ থাকবে না, সেইখানে।
আমিঃ (কী হলো আজকে মেয়েটার) আচ্ছা নিয়া যামু কিন্তু রাত হোলে ওখান থেকে আসা যাবে না রাতে থাকতে হবে। তখন তোর বাপ যদি কিছু কয় তাইলে?
নিধিঃ বাবার চিন্তা করিস না আমি বাবাকে বলে দিবো।
আমিঃ না মেডাম হইবো না এখনি বলেন।
নিধিঃ আচ্ছা থাম করছি। …… হেলো বাবা আজকে আমি এক আন্টির বাসায় থাকব। হইছে? এইবার শান্তি?
আমিঃহম্ম অনেক।
শহর থেকে প্রায় ২০ কি.মি দূরে একটা সুন্দর গ্রাম ওরে নিয়া গেলাম। আসলেই গ্রামটা অনেক সুন্দর একটা নদী আছে নদীএর পারে কাশ ফুল আছে অনেক। যে কারো মন নিমিষে ভালো হইয়া যাইবো।
নিধিঃ ওয়াও কতো কিউট যায়গা ঠিক তোর মতো।
আমিঃ ওই একটা দিমু…
নিধিঃ বল বল কি দিবি।
আমিঃ হিহি কিছুনা, ৮৫ টাকা দে ফাটাফাটি একটা জিনিস খাওয়ামু।
নিধিঃ হম্ম ধির।
আমিঃ হম্ম আমি নিয়া আসি। নদীর ধারে বসেই খাবো। চল।
নিধিঃ ওই ছি ছি। এইটা কই আনলি, কেমন বাড়ি,
ছোট করে গল্প লিখার জন্য সরি, এর পরের পার্ট হতে বড় করে লিখবো।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন