আমি নেই !! তাতে পৃথিবীর কী ?
আত্মহত্যা করবো সিদ্ধান্ত ফাইনাল ! কি হবে নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থেকে ! যেখানে আমার অস্তিত্বের কোন মূল্য নেই ,চারদিক হতে শুধু অভিযোগ গুলো জমা হয় শূন্য জীবন খাতার পৃষ্ঠায় পৃষ্ঠায় ।দুঃখের গ্লানি টানতে টানতে শরীর ক্লান্ত হয়ে পড়েছে , এভাবে আর আগানো সম্ভব না । মনকে নানান ভাবে বোঝানোর চেষ্টা করেও কোন লাভ হলো না ,আর এক মূহুর্ত যেন তর সইছে না ,চলে যাব এই পৃথিবীর মায়া ত্যাগ করে ।নিথর দেহ নিয়ে শুয়ে আছি বিছানায় ,ঘরের দরজা বন্ধ ! হাতে ঘুমের ওষুধ, টেবিলে বিষ ও ফল কাটার চাকু রাখা ,ফ্যানে একটু টুকরো দড়ি ঝুলিয়ে রেখেছি , ভাবছি কিভাবে অল্প কষ্টে জীবন বাতি নেভানো যায় ........
অবশেষে চোখ বুজে এলো ! আশপাশে কান্নার রোল পড়ে গেছে । বাড়িতে আত্নীয়- অনাত্মীয়দের ঢল শেষবারের মত একবার দেখবে বলে ।মায়ের গগনবিদারী কান্নায় থমকে গেছে চারপাশ । মসজিদে মসজিদে মাইকিং করে আমার শোক সংবাদ প্রচারিত হলো , গোরস্থানে নিয়ে দাফন সম্পন্ন করে লোক চলে আসলো .......
ব্যাস !!
সবকিছু কি এখানেই মিটে গেল ? না কিছুতেই না ,এতে চুড়ান্ত পরাজয় ঘটলো তোমার জীবনের ! তুমি যদি অন্ধকার কে ভয় পেয়ে ঘর থেকে বের ই না হও ,তাহলে জোছনার সৌন্দর্য কিভাবে উপভোগ করবে ! এভাবে নিজে হেরে গিয়ে অন্যকে জিতিয়ে দেওয়ার কোন মানেই হয় না । তোমার অনূভুতি গুলো নিয়ে যারা হাসি-তামাশায় মেতে থাকে, তাদের কি এমনি এমনি ছেড়ে দেওয়া ঠিক হবে ? তুমি প্রাণ খুলে হাসতে শিখে নাও একবার দেখবে তোমাকে মনখারাপে দেখে যারা মজা পায় , তারা বিষাদে ফেটে পড়বে । তুমি তোমার সুন্দর অনূভুতি গুলো সার্থকতায় রুপ দাও , দেখবে তাদের হৃদয় জ্বলে পুড়ে ঝাল মরিচে পরিনত হবে ।জানি মন খারাপ হবে , হতেই পারে ! প্রাণ খুলে একবার কেঁদে নাও দেখবে হালকা লাগছে অনেক ।মন খারাপের দিনগুলিতে ব্যাগ টা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ো শহরের রাস্তায় , উপলব্ধি করো কিভাবে চলছে পৃথিবীর জনজীবন । তাহলেই দেখবে মুছে যাবে সব রাগ অভিমান গুলো।
সুন্দর একটা মন নিয়ে বেঁচে থাকুন পৃথিবীতে , কারো ক্ষতি করবেন না কখনো, এভাবেই একটা প্রশান্তির জীবন কাটানো সম্ভব ।যেখানে বিষাদেরা কখনও ছুঁতে পারবে না !!

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন